কিশোরীকে ধর্ষণের দায়ে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট সময় : ০৮:৫৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ফেনীর পরশুরামের বক্স মাহমুদ ইউনিয়নে তিন বছরের শিশু তরিকুল ইসলাম হত্যা মামলায় চাচী আরজিনা আক্তারের যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সাজা দিয়েছে আদালত।
দুপুরে জেলা ও দায়রা জজ বেগম জেবুন্নেছার আদালত এ রায় প্রদান করেন। এর আগে বুধবার যুক্তিতর্ক শেষে আজ বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করে আদালত। আদালত সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের জমি থেকে শিশু তরিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় শিশুর বাবা মাওলানা আবু বকর বাদী হয়ে পরশুরাম থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পরে ২৩ নভেম্বর পুলিশ সন্দেহভাজন হিসেবে চাচী আরজিনা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের দায়ে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ভিকটিমের পরিবারকে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় দেন।