পরপারে অভিষেক
- আপডেট সময় : ০৮:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
টালিউড অভিনেতা অভিষেক চ্যাটার্জি আর নেই। বুধবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। তার মৃত্যুতে টালি পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। অভিষেক চ্যাটার্জি কেন্দীয় চরিত্রে অভিনয় করলেও পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন।
নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম খ্যাত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় ১৯৬৪ সালের ৩০ এপ্রিল পশ্চিমবঙ্গের বরানগরে জন্ম গ্রহন করেন। বরাহনগর রামকৃষ্ণ মিশন আশ্রম বিদ্যালয় থেকে মাধ্যমিকের পড়াশুনা সম্পূর্ন করেন। এরপর শেঠ আনন্দম জয়পুরিয়া কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
১৯৮৬ সালে তরুণ মজুমদারের ‘পথভোলা’ সিনেমার মাধ্য দিয়ে তার রুপালী পর্দায় যাত্রা শুরু হয়। অভিনয় জীবনের শুরুতে বেশ কিছু প্রতিভাবান অভিনেতার সঙ্গে কাজ করেছেন অভিষেক।
শুধু বড় পর্দা নয় ছোট পর্দাতেও তার সাবলীল অভিনয়ের জন্য ছিলেন সমানভাবে নন্দিত। তার অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছিল সিনেমা প্রেমীরা।
তবে অভিনয় জীবনের শুরুটা অমসৃণ হলেও পরবর্তীতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ গুণী অভিনেতাকে। সংঘর্ষ, ফিরিয়ে দাও, দহন, মায়ের আঁচল, সকাল সন্ধ্যা, মিষ্টি ছেলের দুষ্টু বুদ্ধির মতো দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায়।
মৃত্যুকালে অভিষেক চট্টোপাধ্যায় স্ত্রী এবং এক পুএ সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে এপার-ওপার বাংলা চলচিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।