ইউক্রেনে রুশ অভিযানের এক মাস পূর্ণ
- আপডেট সময় : ০৯:০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ইউক্রেনে রুশ অভিযানের এক মাস পূর্ণ হয়েছে। পশ্চিমাদের হুঁশিয়ারী ও আর্থিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে যুদ্ধের ময়দানে সক্রিয় পুতিন বাহিনী। কূটনৈতিক তৎপরতার পরও সমঝোতার লক্ষণ নেই। এদিকে আজ বেলজিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ন্যাটো জোটের সম্মেলন। যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীসহ বিশ্ব নেতারা। অন্যদিকে, ইউরোপে আরো সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। এর বিরুদ্ধে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে রাশিয়া।
ন্যাটো জোটের সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।রাশিয়ার বিরুদ্ধে একগুচ্ছ নতুন নিষেধাজ্ঞা আসতে পারে বলে বার্তা দিচ্ছে হোয়াইট হাউজ। ব্রাসেলসের এই সম্মেলনে যোগ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
ইউক্রেনকে আরও প্রায় ৬ হাজার ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাজ্য। বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে এ ঘোষণা দিতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউক্রেন অর্থ সহায়তা পাবে ২ কোটি ৫০ লাখ পাউন্ড।
ইউক্রেনের বাইরে যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে তা নিশ্চিতে কাজ করছে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। সামরিক বহর বাড়ানো হবে স্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও রোমানিয়ায়।
এদিকে, ইউক্রেনে ন্যাটোর শান্তিরক্ষী পাঠানো নিয়ে আবারো কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
এক ভিডিওবার্তায় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেছেন, কারা ইউক্রেনের প্রকৃত বন্ধু আর কারা বিশ্বাসঘাতক, তা স্পষ্ট হবে ন্যাটো, জি-সেভেন ও ইইউ সম্মেলনের পর।
কিয়েভে অবস্থানরত রুশ নারী সাংবাদিক ওকসানা বাউলিনা নিহত হয়েছেন। রুশ হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের ভিডিও ধারণ করার সময় গোলার আঘাতে নিহত হন তিনি।
অন্যদিকে, গুপ্তচর সন্দেহে ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করতে যাচ্ছে পোল্যান্ড। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বহিষ্কারের সমুচিত জবাব দেবে মস্কো।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, পশ্চিমাদের কাছে রাশিয়ান মুদ্রা রুবলে গ্যাস বিক্রি করবে তার দেশ। নিষেধাজ্ঞার জবাবে এই হুঁশিয়ারী দেন রুশ প্রেসিডেন্ট