ভ্যাট প্রত্যাহারের পাশাপশি পণ্য আমদানী ও বিক্রয় শুল্ক কমানোর আহ্বান
- আপডেট সময় : ০৯:১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশের হোটেল ও পর্যটন শিল্পের জন্য আমদানী ও বিক্রয় শুল্ক কমানো এবং প্রস্তাবিত সিটি কর্পোরেশন ভ্যাট প্রত্যাহারের জন্য সরকারে প্রতি আহ্বান জানিয়েছে ৫ তারকা হোটেল-মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এসোসিয়েশন। বিকেলে বনানীতে এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। হোটেল মালিকরা বলেন, করোনা মহামারীতে বিপর্যস্ত পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন।
সিটি করপোরেশনের টেক্স প্রস্তাবসহ ৯টি এজেন্দা নিয়ে শুরু হয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এসোসিয়েশন- বিহা’র বৈঠক।
দেশের পর্যটন খাতকে এগিয়ে নেয়ার পরিবর্তে সরকারের বিভিন্ন বিভাগের হয়রানীর সমালোচনা করেন হোটেল মালিকরা।
বাংলাদেশের পর্যটন শিল্পকে ৯০ শতাংশ সাপোর্ট দিচ্ছে প্রাইভেট সেক্টর। তাই সিটি ট্যাক্স আরোপের মাধ্যমে ডাবল ট্যাক্স আদায়ের বিপক্ষে মত দেন ৫ তারকা হোটেল গ্র্যান্ড প্যালেসের পরিচালক শামসুল আলম পান্থ।
বিহার উপদেষ্টা নূর আলী বলেন, সরকার দেশের গার্মেন্টস শিল্পের মত পর্যটন শিল্পকে গুরুত্ব দিলে এখাতও জিডিপিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ভ্যাট প্রত্যাহারের পাশাপশি এখাতের পণ্য আমদানী ও বিক্রয় শুল্ক কমাতে সরকারের সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেন বিহার সভাপতি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টের কো-অর্ডিনেটর সৈয়দ আব্দুল মান্নানসহ দেশের ৫ তারকা হোটেরের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।