ফেনীর কাশিমপুরে স্টারলাইন ফুড কারখানায় অগ্নিকান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ফেনীর কাশিমপুরে স্টারলাইন ফুড কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
দুপুরে সদর উপজেলার পাচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর এলাকায় আগুনের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তবে আগুনে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি। ফেনী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র বলেন, দুপুর আড়াইটার দিকে খাদ্য কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। কারখানা বন্ধ থাকায় হতাহতের খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত মোট ৯ টি স্টেশনের ১২ টি পাম্প থেকে একযোগে পানি দেয়া হচ্ছে। তবে বাতাসের তীব্রতা বেশী থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লাগবে এমনটাই জানিয়েছে কর্তব্যরত ফায়ার সার্ভিস কর্মকর্তারা।