রাতের ঢাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে খুন আওয়ামী লীগ নেতা জাহিদুল ও কলেজছাত্রী প্রীতি
- আপডেট সময় : ১০:২৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
রাতের ঢাকায় এলোপাতাড়ি গুলিতে খুন হওয়া মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতির ময়না তদন্ত শেষে পারিবারিকভাবে দাফন করা হয়েছে। নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ওয়ার্ড কাউন্সিলর ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে ক্ষুব্ধ প্রীতির বাবা মামলা না করার কথা জানিয়েছেন। ঘাতকদের ধরতে এরই মধ্যে মাঠে জোর তৎপরতা শুরু করেছে রেবসহ আইন-শৃঙ্খলা বাহিনী।
বৃহসপতিবার রাত সোয়া ১০টা… রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় হঠাৎ সড়কের উল্টো দিক থেকে হেলমেট পরা দুই সশস্ত্র দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।
ছোড়া গুলিতে মাইক্রোবাসের কাঁচ ভেঙে একাধিক বুলেট মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুর দেহ ভেদ করে চলে যায়। মুহর্তের মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এলোপাতাড়ি গুলিতে যানজটে আটকা পড়া রিকশার যাত্রী কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতিও মারা যান। এসময় গুলিবিদ্ধ হন জাহিদুলের গাড়ি চালক মুন্না।
হত্যাকান্ডের বর্ণনা দেন জাহিদুলের সাথে গাড়িতে থাকা বন্ধু মিজানুর রহমান।
শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মৃতদেহ নিয়ে যায় স্বজনরা।
নিহত কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতির বাবা জামাল উদ্দিন বলেন, হত্যর ঘটনায় তিনি মামলা করতে চান না। মামলা চালানোর মতো অবস্থা ও শক্তি কোনোটাই নেই তার।
নিহত জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী সংরক্ষিত নারী কাউন্সিলর ফারজানা ইসলাম ডলি বাদী হয়ে শাহজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই সিসি টিভি ফুটেজের সূত্র ধরে হত্যাকারীদের ধরতে মাঠে নেমেছে রেবসহ আইনশৃঙ্খলা বাহিনী।
অল্প সময়ের মধ্যে হত্যাকারীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবে-এমনটাই প্রত্যাশা নিহতের স্বজনদের।