আইসিডিডিআরবি’র পর ঠাঁই নেই শিশু হাসপাতালে
- আপডেট সময় : ১০:৪৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া। ওয়াসার দুষিত পানি ও অতিরিক্ত গরমের কারনে ডায়রিয়ার প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। আইসিডিডিআরবির পর এবার শিশু হাসপাতালেও তিল ধারণের ঠাঁই নেই। চিকিৎসকরা বলছেন, ডায়রিয়ার এ প্রকোপ এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত থাকতে পারে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বা আইসিডিডিআরবি হাসপাতালের সামনে পড়ে থাকা এই যুবকের নাম রায়হান। ডায়রিয়ায় আক্রান্ত যুবককে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। কিন্তু সিএনজি অটোরিক্সা থেকে নেমেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
হাসপাতালের ভেতরের চিত্র আরো করুণ। ৩ শো রোগী ধারণক্ষমতা সম্পন্ন হাসপাতালটিতে এখন রোগীর সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় নতুন রোগী এসেছে ১২ শো ৭২ জন; যা ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড।
একই চিত্র শ্যামলীর শিশু হাসপাতালেরও। শয্যা খালি না থাকায়, শুক্রবার সকাল থেকে দুপুর অবদি ৫৫ জন ডায়রিয়ায় আক্রান্ত শিশুকে অন্য হাসপাতালে রেফার্ড করেছে চিকিৎসকরা। হঠাৎ করে ডাইরিয়ার প্রাদুর্ভাব বাড়ায় শঙ্কিত অভিভাবকরা।
বর্তমান পরিস্থিতিকে অস্বাভাবিক বলছেন চিকিৎসকরা। পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাদের।
হাসপাতালে আসা রোগীদের অধিকাংশই পানি শুন্যতায় ভুগছেন। তাই পরিস্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি বিশুদ্ধ পানি, তরল জাতীয় খাবার ও আক্রান্ত হলে বেশি বেশি স্যালাইন খাওয়ার পরামর্শ চিকিৎসকদের।