সবচে’ বড় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
উত্তর কোরিয়া এ যাবৎকালের সবচে’ বড় আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। বৃহস্পতিবার দেশটির নেতা, কিম জং-উনের সরাসরি নির্দেশনায় এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।
২০১৭ সালের পর এই প্রথম নিষিদ্ধ আইসিবিএমের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হওয়ায় এ ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে। অতীতে নিষিদ্ধ এ পরীক্ষা চালানোর জন্য দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়া হয়। জাতিসংঘের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোর নিন্দা জানিয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির নেতা কিম জং-উনকে উদ্ধৃত করে বলা হয়, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পিয়ংইয়ং দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।