দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ কঠিন হবে: সাকিব
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সেঞ্চুরিয়নে ইতিহাস গড়ার কিছুক্ষণ পরই দেশের উদ্দেশে যাত্রা করেন সাকিব আল হাসান। গতরাত ১০টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছান বিশ্বসেরা অল রাউন্ডার।
দেশে ফিরে সাকিব জানালেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ কঠিন হবে। সাকিব দেশে ফেরায় টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও বিসিবি থেকে জানানো হয়েছে, পরিবারের সদস্যদের সুস্থতার ওপর নির্ভর করছে সাকিবের দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়া। সাকিবের তিন সন্তান, মা শিরিন আক্তার ও শাশুড়ি একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।