নারী বিশ্বকাপে আশা জাগিয়েও জিততে পারলো না বাংলাদেশ
- আপডেট সময় : ১০:২২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
নারী বিশ্বকাপে আশা জাগিয়েও জিততে পারলো না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশের নারীরা।
ওয়েলিংটনে বৃষ্টির কারণে দুই ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ৫০ ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৪৩ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ভাল শুরু পায় বাংলাদেশ। প্রথম উইকেট আসে ৩৩ রান। তবে নবম ওভারে মুর্শিদা খাতুন ১২ রানে ফিরে গেলে শুরু হয় ব্যাটিং বিপর্যয়। ৬২ রানে হারায় ৪ উইকেট। তবে পঞ্চম উইকেটে রুমানা আহমেদকে নিয়ে লতা মন্ডল ৩৩ রান যোগ করেন। এরপর সালমা খাতুনের সঙ্গে ষষ্ঠ উইকেটে লতা আরো ৩৬ রান যোগ করলে দলের সংগ্রহ দাঁড়ায় ১৩৫ রান। জবাবে ব্যাট করতে নেমে সালমা খাতুনের বোলিং তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ২৬ রানের মধ্যে অজিদের শীর্ষ তিন ব্যাটারকে সাজঘরে ফেরান সালমা। তবে বেথ মুনির ৬৬ এবং এনাবেল সান্ডারল্যান্ডের ২৬ রানে ভর করে ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় অজি নারীরা।