গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলো সংগীতশিল্পী আবুল হাসনাত
- আপডেট সময় : ১১:৫১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত সামিটে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী আবুল হাসনাত। বৃহস্পতিবার নেপালের ভাইস প্রেসিডেন্ট সুরেন্দা বাসনাত তাঁর হতে এই পুরষ্কার গ্রহণ করেন।সুরেন্দা বাসনাত তাঁর হাতে ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট তুলে দেন।
কণ্ঠশিল্পী ও ডিজিটাল গণমাধ্যম টেকনোলজি এক্সপার্ট আবুল হাসনাত নিজ পেশার পাশাপাশি ডিজিটাল গণমাধ্যম টেকনোলজি বিষয়ে আগ্রহীদের মানোন্নয়ন ও কর্মক্ষেত্রে প্রমাণ করার জন্য কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাওয়ার কারণে তিনি ওই স্বীকৃতি পান।
‘গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট’ বিশ্বের অন্যতম একটি সংস্থা। যারা তরুণদের মেধা ও নেতৃত্ব নিয়ে কাজ করে। সংস্থাটি ২০১৪ সালে নেপালে যাত্রা শুরু করলেও বর্তমানে বিশ্বের ৮০টি দেশে কাজ করছে। তারা মূলত উদ্যোক্তাদের উন্নয়ন, গণতন্ত্র শক্তিশালী করা, নতুন সুযোগ তৈরি করা ও একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করা নিয়ে কাজ করে।
অ্যাওয়ার্ড গ্রহণ করে উচ্ছ্বসিত আবুল হাসনাত। তিনি বলেন, ‘২০১৫ সাল থেকে ডিজিটাল মিডিয়া, টেলিভশন, রেডিও, রেকর্ড লেবেল, ডিজিটাল এজেন্সিতে দক্ষতার সঙ্গে কাজ করছি এবং বর্তমানে কর্মরত আছি দৈনিক প্রথম আলােতে, দায়িত্বরত আছি এবিসি রিডিও’র ডিজিটাল বিজনেসে।’
তিনি আরও বলেন, ‘আমি বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মের জন্য সময়ের জটিল কিছু সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। এই প্রজন্মের কাছে ডিজিটাল মিডিয়ায় খুব সহজে ভালো অর্থনৈতিক উপার্জেনর ব্যবস্থা করতেই কঠোর পরিশ্রম করে যাচ্ছি বিভিন্ন মাধ্যেম।’