শাহজাহানপুরে আ.লীগ নেতা টিপু ও কলেজ ছাত্রী প্রীতি হত্যার ঘটনায় এক শ্যুটারকে গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু এবং এক কলেজছাত্রীকে হত্যাকারী শ্যুটারকে আটক করেছে ডিবি পুলিশ। আটক ওই তরুণ মূলত ভাড়াটে খুনি।
সাতক্ষীরা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুরে প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে সকালে সামিয়া আফনান প্রীতির বাসায় যান সরকারি বেগম বদরুন্নেসা কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল। কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহারের নেতৃত্বে ৭ সদস্যের দলটি দীর্ঘ সময় প্রীতির বাবা-মায়ের সাথে কথা বলেন। প্রীতি হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান বদরুন্নেসার অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার। তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়৷ এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন ।