রাজধানীতে ছিনতাইকারির ছুরিকাঘাতে চিকিৎসক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর মডেল থানাধীন কাজীপাড়ায় ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামের এক দন্ত চিকিৎসক নিহত হয়েছেন। কাজীপাড়া সংলগ্ন শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহাতাব উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বুলবুল নিহত হয়েছেন। নোয়াখালী যাওয়ার উদ্দেশে ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে বের হয়েছিলেন বুলবুল। তিনি তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি এসেছিলেন কিনা, সেটি এখনও জানা যায়নি। তার কাছে ১২ হাজার টাকা ও মোবাইল ছিল; তবে ঘাতক কিছুই নেয়নি। বুলবুলকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। তবে এর আগেই তার মৃত্যু হয়।