রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে আফগানিস্তানকেও সমান গুরুত্বের সাথে দেখার আহ্বান
- আপডেট সময় : ০৯:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে আফগানিস্তানকেও সমান গুরুত্বের সাথে দেখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন। আফগান বাসিন্দাদের করুণ পরিস্থিতি বিবেচনায় বিশ্ববাসীকে এগিয়ে আসার তাগিদ দিয়েছে সংস্থাটি।
ক্ষুধা তৃষ্ণা আর রোগশোক বর্তমানে আফগানিস্তানের নিত্যদিনের চিত্র। এমন করুণ দশা সত্ত্বেও বিশ্ববাসীর কাছে আফগানিরা যেন খানিকটা উপেক্ষিত। রুশ-ইউক্রেন উত্তেজনা শুরুর পর থেকে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে সেখানকার শরণার্থীরা। তাদেরকে সাহায্য করতে এগিয়েও এসেছে শক্তিধর দেশগুলো। আফগানিস্তানেরও সমান গুরুত্ব পাওয়া উচিত। জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের হাইকমিশনার বলেন, আফগানিস্তানের মানুষের প্রধান সমস্যাগুলো সমাধানে এখনই গুরুত্ব দিতে হবে। না হলে পরিস্থিতি আরও অবনতি হবে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, আফগানিস্তানে চরম খাদ্যাভাবে রয়েছে দেশটির কমপক্ষে ২ কোটির বেশি মানুষ। আর পর্যাপ্ত খাবার পাচ্ছে না দেশটির ৯৫ শতাংশ বাসিন্দা।