সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবিওরা।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষ ৮ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছিল ইংল্যান্ড। চতুর্থ দিন সকালে দলীয় সংগ্রহে মাত্র ১৭ রান যোগ করতেই বাকি দুটি উইকেট হারায় ইংলিশরা। তাতে সফরকারীরা অলআউট হয় ১২০ রানে। ক্যারিবিওদের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ২৮। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই সহজ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা জশোয়া দ্যা সিলভা। এ জয়ে ১-০ ব্যাবধানে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।