মঙ্গলবার আবারও আর্ন্তজাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
মঙ্গলবার আবারও আর্ন্তজাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এবার লাল-সবুজ দলের প্রতিপক্ষ মঙ্গোলিয়া। সিলেটে বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচ।
দীর্ঘ ২১ বছর পর মোঙ্গোলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২০০১ সালের মঙ্গোলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলো লাল-সবুজ প্রতিনিধিরা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটিতে বাংলাদেশ জিতেছিলো ৩-০ গোলের ব্যবধানে। এর আগের দেখাতেও বাংলাদেশকে হারাতে পারেনি মঙ্গোলিয়া। তাই অতীত পরিসংখ্যান থেকে আত্মবিশ্বাস নিয়ে আবারও সফরকারীদের হারাতে চায় জামাল ভূইয়ারা। তবে, শেষ প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে হেরে কিছুটা চিন্তিত বাংলাদেশ। অন্যদিকে, উজ্জীবিত মঙ্গোলিয়া শনিবার ঢাকা পৌঁছে অনুশীলনে ব্যস্ত। অতীত পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও স্বাগতিকদের হারাতে মরিয়া সফরকারী শিবির।