কাল ওয়ানডে মিশনে পাকিস্তান ও অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ০৯:৪৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
কাল ওয়ানডে মিশনে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে গিয়ে দাপট দেখাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচ ড্র হলেও তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় অজিরা। এবার ওয়ানডে সিরিজ জয়ের মিশনে নামছে সফরকারী শিবির। তবে, গুরুত্বপূর্ন এই সিরিজে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাবে না অস্ট্রেলিয়া। বাম হাতের কনুইয়ে চোটের কারণে ওয়ানডে ও একমাত্র টি-টুয়েন্টি থেকে ছিটকে গেছেন স্টিভেন স্মিথ। পাশাপাশি টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নারও খেলবেন না এই সিরিজে। তারা সবাই বিশ্রামে থাকবেন। অন্যদিকে, টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে চায় পাকিস্তান।