ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় এক ছাত্র বখাটের ছুরিকাঘাতে খুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুরে ইভটিজিং এর প্রতিবাদ করায় রাফি ভূঁইয়া নামে এক ছাত্র বখাটের ছুরিকাঘাতে খুন হয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রদীপ হাসান বিভিন্ন সময়ে গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করত। এর প্রতিবাদ করায় সোমবার সন্ধ্যায় উপজেলার আহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিল্লাল হোসেনের ছেলে বখাটে প্রদীপ হাসান একই গ্রামের নিয়ামুল ভুইয়ার ছেলে রাফি ভূঁইয়াকে ছুরিকাঘাত করে। মূমুর্ষ অবস্থায় তাকে নবীনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ রাফির ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে পুলিশ কনস্টবল পদে রিটেন পরিক্ষা দেয়ার কথা ছিল। নবীনগর থানার ওসি নূরে আলম জানান, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। আসামী গ্রেফতার অভিযান চলছে।