বিসিবি আয়োজিত কনসার্টে আজ ঢাকায় পারফর্ম করবেন এ আর রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিসিবি আয়োজিত কনসার্টে আজ পারফর্ম করবেন সুপারস্টার এ আর রহমান। এরআগে ২৪০ জনের বহর নিয়ে ঢাকায় এসেছেন অস্কার জয়ী ভারতীয় এই সঙ্গীত তারকা।
কনসার্ট হবে রাজধানীর শেরে-বাংলা স্টেডিয়ামে। প্ল্যাটিনাম, গোল্ড ও ব্রোঞ্জ ক্যাটাগরির টিকিটের দাম ধরা হয়েছে ১০, ৫ ও ১ হাজার টাকা। কনসার্টে সশরীরে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এদিকে কনসার্ট উপলক্ষে সোমবার মহড়া করেছেন এ আর রহমান। কনসার্টে তিনি পারফর্ম করবেন ৩ ঘণ্টা। গাইবেন ৩৫টি গান। এ সময় বঙ্গবন্ধুকে নিয়েও দুটি গান গাইবেন খ্যাতিমান এই শিল্পী। একটি বাংলায় আর অন্যটি হিন্দিতে। কনসার্ট শুরু হবে ৫টায়, এ আর রহমান মঞ্চে উঠবেন ৭টা ১৫ মিনিটে। এর আগে মঞ্চ মাতাবেন মমতাজ ও মাইলস।