রাজশাহীর গোদাগাড়ীতে সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন
- আপডেট সময় : ০৫:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবু জুবাইর হোসেন বাবুল।
সরেজমিন তদন্ত করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আদেশে আরো বলা হয়েছে, গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামে দুই কৃষকের মৃত্যুর কারণ এবং সেচের পানি না পাওয়ার কারণ উদঘাটনে এ কমিটি গঠন করা হয়েছে। ২৩ মার্চ গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামের দুই সাঁওতাল কৃষক অভিনাথ ও রবি তাদের ধানের জমিতে বিএমডিএ’র গভীর নলকূপ থেকে সময় মতো সেচের পানি না পেয়ে কীটনাশক পান করেন। ওইদিনই অভিনাথ মারা যান। ২৫ মার্চ রাতে অভিনাথ মার্ডির চাচাতো ভাই রবি মার্ডি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে আসামি করে থানায় মামলা হয়েছে।