অবৈধভাবে সম্পত্তি দখল ও নানা অভিযোগে সাবেক ওসিসহ তিন পুলিশের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ১০:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
অবৈধভাবে সম্পত্তি দখলে বলপ্রয়োগ, ভয় দেখানো ও সম্পদের ক্ষতি করার অভিযোগে খাগড়াছড়ির পানছড়ি থানার সাবেক ওসিসহ তিন পুলিশের বিরুদ্ধে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।
দুপুরে মামলাটি গ্রহণ করে তিন আসামিকে আগামী ১১ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরিদ আলম। বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, বাদী পানছড়ি থানার হাসপাতাল এলাকার মোহাম্মদ ফজল থানা সংলগ্ন ৪৮ শতক জায়গার ক্রয়সূত্রে মালিক ছিলেন। পানছড়ি থানার সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে তৎকালীন ওসি মো. নুরুল আলম, এসআই মো. জসিম উদ্দিন ও কনস্টেবল পারভেজ আহামদ জোর করে বাদীর ভূমির একাংশ দখল করে নেন। বাধা দিলে আসামীরা বাদী এবং তার ছেলেকে অবৈধ অস্ত্র ও মাদক দিয়ে মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেন। এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ রাত ৯টার দিকে আসামীরা জোর করে বাদীর ছেলের মোটরসাইকেল থানায় নিয়ে যান এবং ইঞ্জিন ও চেচিস নম্বর নষ্ট করেন। এ বিষয়ে থানায় মামলা না নিলে, পরে বাদী আদালতে মামলা করলে তদন্তের নির্দেশ দেয়া হয়।