বিশ্বকাপের মূল পর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বিশ্বকাপের মূল পর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফে নর্থ মেসিডোনিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পর্তুগাল। এছাড়া সুইডেনকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে পোল্যন্ড।
ভাগ্য নির্ধারনী ম্যাচে ঘরের মাঠে শুরু থেকেই প্রতি পক্ষের উপর চড়াও হয় পর্তুগাল। ম্যাচের ৩২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে লীড নেয় ফার্নান্দো সান্তোসের শীষ্যরা। বিরতি থেকে ফিরে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় ও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ব্রুনো ফার্নান্দেজ। অন্যদিকে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পোল্যান্ড।