বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩১:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
দক্ষিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল। আর এগিয়ে থেকেও শেষ মুহুর্তের গোলে ইকুয়েডরের সাথে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই অপ্রিতিরোধ্য ব্রাজিল। ম্যাচের ২৪ মিনিটে লুকাস পাকোতার গোলে লিড নেয় ব্রাজিল। প্রথমার্ধের শেষ মিনিটে রিচার্লিসোনের গোলে লিড দ্বিগুন করে ব্রাজিল। বিরতি থেকে ফিরে ৬৬ মিনিটে ব্রুনো গুইমারায়েসের গোলে ব্যাবধান বাড়ায় সেলেসাওরা। ম্যাচের অতিরিক্ত সময়ে রিচার্লিসনের পা ত্থেকে আসে আর এক গোল। বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের। অন্যদিকে এগিয়ে থেকেও জয় পাইনি আর্জেন্টিনা। ২৪ মিনিটে আলভারেজের গোলে লিড নেয় আর্জেন্টিনা। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে ইকুয়েডর। ফলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আলভিসেলেস্তেদের।