সারাদেশে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
সারাদেশে বেড়েছে ডায়রিয়া। মৌলভীবাজার ও পটুয়াখালীতে হাসপাতালে রোগীদের উপচে পড়া ভীড়। একইসঙ্গে আবহাওয়ার তারতম্যে বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা।
মৌলভীবাজারের কুলাউড়ায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। গত কয়েক দিনের অতিরিক্ত তাপমাত্রায় শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ায় প্রকোপ দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, এ পর্যন্ত জরুরি বিভাগে ৯০ শিশুকে চিকিৎসা দেয়া হয়েছে।
পটুয়াখালীতেও ডায়রিয়ারার প্রকোপে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। ফলে হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। পটুয়াখালীর প্রায় প্রতিটি পরিবারেই দেখা দিয়েছে ডায়রিয়া। প্রতিদিনই জেলা ও উপজেলা হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে।