সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে দুদকের মামলা
- আপডেট সময় : ০২:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৭১১ বার পড়া হয়েছে
প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে আরো একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন….দুদক। এই মামলায় এসকে সিনহার ভাই অনন্ত কুমারকেও আসামী করা হয়েছে।
প্রধান বিচারপতি থাকাকালে এস কে সিনহা বিদেশে অর্থ পাচার করেছেন, এমন অভিযোগের ভিত্তিতে রেকর্ডপত্র সংগ্রহ শুরু করে দুদক। অনুসন্ধান পর্যায়ে সংস্থার উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান তথ্য-উপাত্ত চেয়ে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, দুবাই, সিংগাপুরসহ কয়েকটি দেশে চিঠি দেন। এর প্রেক্ষিতে এস কে সিনহা একটি তিন তলা বাড়ির মালিক-এমন রেকর্ডপত্র পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র। এ তথ্যের ভিত্তিতেই আজ আরেকটি মামলার করেছে দুদক। তদন্ত কর্মকর্তারা জানান, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২’এর ৪ এর ২ ও ৩ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ এর ২ ধারায় অভিযুক্ত করে মামলা করা হয়েছে। এর আগে ৪ কোটি টাকার ভুয়া ঋণ সৃষ্টি করে অর্থ আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় দুদক। ওই মামলার বিচারে এস কে সিনহার ১১ বছরের কারাদণ্ড হয়।