চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা রক্ষায় জনসচেতনতা তৈরি ও জেলেদের জাটকা আহরণে নিরুৎসাহিত করতে আজ থেকে ৬ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হবে।
এ উপলক্ষে সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। পরে আলোচনা সভায় জাটকা রক্ষায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন বক্তারা।
বক্তারা বলেন, মার্চ-এপ্রিল দুই মাস কোনো অবস্থাতেই নদীতে মাছ ধরা যাবে না। জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে সবাইকে। জাটকা ইলিশে পরিণত হলে দেশে মাছের চাহিদা মিটিয়ে রপ্তানি করা সম্ভব। জাটকা রক্ষায় জেলেদেরকে আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।