দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন নিহত
- আপডেট সময় : ০৩:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিন জন নিহত হয়েছেন। বাগেরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য ঘেরে পড়ে মৃত্যু হয় এক নারীর এসময় অন্তত ১৫ যাত্রী আহত হন।
বুধবার রাতে উপজেলার আলমনগর বাজারের সামনে নবাবগঞ্জ-কাঁচদাহ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রিমন, কিবরিয়া, সাব্বির তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে কাঁচদহ যাচ্ছিলেন। পথে আলমনগর বাজারের সামনে অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের তিন আরোহী।
বাগেরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য ঘেরে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ১৫ যাত্রী আহত হন। বুধবার সন্ধ্যায় খুলনা থেকে পিরোজপুরগামী বাসটি খুলনা-বাগেরহাট মহাসড়কের বারাকপুরে পৌঁছালে বেইলি ব্রিজের ঢাল থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।