মুখ থুবড়ে পড়েছে শ্রীমঙ্গলের আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র
- আপডেট সময় : ০৮:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রেটি মুখ থুবড়ে পড়েছে। স্থানীয় বাগানসহ চা উৎপাদনকারিরা ঠুনকো অজুহাতে এই নিলাম কেন্দ্রে অংশগ্রহণ না করায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক বলছেন, বড় বড় কোম্পানিকে শ্রীমঙ্গল কেন্দ্রে নিলামে অংশগ্রহণ করাতে কাজ করছেন তারা।
দেশের ১৬৭টি চা বাগানের মধ্যে ৯৪টি মৌলভীবাজার জেলায়। আর সিলেট বিভাগে ১৩৬ টি চা বাগান। আর চট্টগ্রামের ২২টিসহ দেশের অন্য জেলায় রয়েছে মাত্র ৩১টি চা বাগান।
অনেক আন্দোলন সংগ্রামের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেড়শত বছর পর ২০১৮ সালে শ্রীমঙ্গলে চালু হয় দেশের ২য় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র।
সিলেট অঞ্চলের অধিকাংশ চা বাগানের চা পাতা নিলামে তোলার জন্য যাচ্ছে চট্রগ্রামের নিলাম কেন্দ্রে।চালুর পর থেকে শ্রীমঙ্গলে ২৬ কোটি টাকার একটু বেশি চা নিলাম হয়েছে। গত ২৩ মার্চ শ্রীমঙ্গলে চলতি মৌসুমের সর্বশেষ নিলামে ৫টি ব্রোকার্স হাউজ অংশ নেয়। এতে করে অনেকাটা মুখ থুবরে পড়েছে নিলাম কেন্দ্রটি।
শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে রয়েছে মাত্র ৩টি ব্রোকার হাউস। চট্রগ্রামের নিলামে তুলতে আগ্রহী সিলেটের বেশীরভাগ বাগান মালিক। অথচ শ্রীমঙ্গলের নিলামে অংশ নিলে চা পরিবহন সুবিধা ও ন্যায্য মূলের পাশাপাশি মান রক্ষ সম্ভব।
লক্ষমাত্রা অর্জনে শ্রীমঙ্গলে অনলাইনে নিলাম কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন অনেকে।
দেশের দ্বিতীয় এই চা নিলাম কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।