সিরাজগঞ্জের সলঙ্গায় তিন মাসের কন্যাশিশুর হত্যাকারী বাবা আটক
- আপডেট সময় : ০৮:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সলঙ্গায় তিন মাসের কন্যাশিশুকে হত্যাকারী বাবা রঞ্জুকে আটক করেছে রেব-১২। এদিকে, চুয়াডাঙ্গায় বিষাক্ত ইনজেকশন পুশ করে আড়াইমাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
রেব জানায়, তিন বছর আগে রঞ্জু পাশের অভয়নগর গ্রামের জান্নাতি খাতুনকে বিয়ে করে। বিয়ের পর থেকেই পারিবারিক কারণে স্ত্রীর সাথে কলহ-বিবাদ লেগেই থাকতো। এর মধ্যেই তিন মাস আগে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এ অবস্থায় মাদকাসক্ত রঞ্জু তিন মাস বয়সী মেয়েকে আছড়ে ফেলে দিয়ে আত্নগোপন করে। পরে, নিহত শিশুর মা সলংগা থানায় মামলা করেন। পরে, তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘাতক বাবাকে আটক করে রেব।
চুয়াডাঙ্গায় বিষাক্ত ইনজেকশন পুশ করে আড়াইমাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। অভিযুক্ত বাবা ইখলাছ উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ বছর আগে মিতা খাতুনকে বিয়ে করেন ইখলাস। পরে তাদের এক ছেলে সন্তান হয়। শারীরিক সমস্যার কারণে দীর্ঘদিন সন্তান না হওয়ায় ওই ছেলে তার নয় বলে জানায় ইখলাছ। ছেলেকে কোলে নিয়ে তার পায়ে বিষ মিশ্রিত ইনজেকশন পুশ করে ইখলাছ। অসুস্থ্য হয়ে পড়লে শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে নেয়ার পথে মারা যায় শিশুটি।