খুলনা দিনাজপুর বাগেরহাট ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
- আপডেট সময় : ০৮:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
খুলনা, দিনাজপুর, বাগেরহাট ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে।
খুলনা মহানগর সড়কে একটি কভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা চালকসহ তিনজন ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিলে প্রথমে আলাউদ্দিন শেখ পরে চিকিৎসাধীন আরজু ও চয়ন মারা যান। খানজাহান আলী থানার গেটে ট্রাকের ধাক্কায় আরো ১ মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
দিনাজপুরের নবাবগঞ্জে স্থানীয় ছাত্রলীগ নেতাসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, ৩ জন মোটরসাইকেলে করে নবাবগঞ্জ বাজার থেকে কাঁচদহ যাচ্ছিল।
বাগেরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য ঘেরে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় অন্তত ১৫ যাত্রী আহত হন। খুলনা-বাগেরহাট মহাসড়কের বারাকপুরে বেইলি ব্রিজের ঢাল থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজারের রাজনগরে জাহিদুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। অটোরিক্সা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।