চৈত্রের গরমে যানজটে অসহনীয় হয়ে উঠে নগরজীবন
- আপডেট সময় : ০৯:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
সড়কেই কেটে যাচ্ছে যানজটে নাকাল নগরবাসীর পুরো দিন। দিনের বেলায় চৈত্রের গরমে যানজটে অসহনীয় হয়ে উঠে নগরজীবন। সপ্তাহের শেষ কর্মদিবসে সকাল থেকে রাজধানীতে দেখা যায় তীব্র যানজট। গন্তব্যে পৌঁছাতে কর্মঘন্টা নষ্ট হওয়ায় ক্ষুব্ধ মানুষ।
রাজধানীতে যানজটের এ চিত্র নগরবাসীর চিরচেনা। তবে, করোনায় দেড় বছরের বেশি সময় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার পর যানজট ফিরে এসেছে নতুন চেহারায়। সপ্তাহের শেষ কার্যদিবসে ঘর থেকে বের হয়েই দিশেহারা মানুষ।
যাত্রীদের অভিযোগ, আধা ঘণ্টার পথ পার হতে সময় লেগে যায় দুই ঘণ্টারও বেশি।
অনেকে সময় বাঁচাতে বাস ছেড়ে ভাড়ায় মোটরবাইককে যাতায়াত করেন। তাতেও নিস্তার মেলেনা।
প্রচন্ড যানজটের কারণে পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক ব্যবস্থাও নিস্ক্রিয় হয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে যানজট সহনীয় করতে কর্তৃপক্ষের বিকল্প উদ্যোগ না থাকার সমালোচনা করেন, সড়ক আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন।
বড় উন্নয়ন প্রকল্পগুলো শেষ না হলে যানজটের ভোগান্তি কমবে না বলে মনে করে, সংশ্লিষ্টরা।