ফতুল্লায় এক ইট ভাটা শ্রমিক হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলমগীর হোসেন নামে এক ইট ভাটা শ্রমিককে হত্যার অভিযোগে মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে রেব।
সকালে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ওমর ফারুক ও আব্দুল আলী। তাদের মালিকানাধীন ইট ভাটাতেই লোড-আনলোডের কাজ করতেন নিহত আলমগীর। দুপুরে সিদ্ধিরগঞ্জে রেব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।
তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে গত ২১ মার্চ সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় আলমগীর হোসেনকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করা হয়। পরে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মারা যান।