পূর্ব শত্রুতার জেরে জয়পুরহাটে বিষ দিয়ে তিন বিঘা জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
পূর্ব শত্রুতার জের ধরে জয়পুরহাটে রাতের আধাঁরে বিষ দিয়ে তিন বিঘা জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা।সদর উপজেলার গঙ্গাদাসপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী কৃষক এমরান আলী সকালে দোষিদের শাস্তির দাবিতে থানায় একটি অভিযোগ করেছেন।স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তিন বিঘা ধানের ক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগ করে। তারপর থেকে পুরো ক্ষেতের সবুজ ধানগাছ পুড়ে যায়ে। এতে ক্ষতির মুখে পড়েন কৃষক এমরান আলী। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক ও তার পরিবার।