সিরিজে টিকে থাকার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সিরিজে টিকে থাকার লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। তিন ম্যাচে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৩৪৮ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভাল শুরু পায় পাকিস্তান। প্রথম উইকেটে ইমাম-উল-হক ও ফখর জামানের ব্যাট থেকে আসে ১১৮ রান। ফখর জামান ৬৭ করে ফিরে গেলেও বাবর আযমকে সঙ্গে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে নিজের নবম শতক তুলে নেয় ইমাম। শতক তুলে নেন বাবর আযামও। ৮৩ বলে করেন ১১৪ রান। এই দুজনের ব্যাটিং নৈপুন্যে বড় লক্ষ্য সহজ হয়ে যায় পাকিস্তানের জন্য। শেষের দিকে খুশদিল শাহার ১৭ বলে ২৭ রানের ইনিংসের সুবাদে এক ওভার হাতে রেখে মাত্র ৪ উইকেট হারিয়ে সহজ জয় পায় পাকিস্তান।