খুনের বদলে খুনের ধারণা থেকেই টিপুকে খুন করার পরিকল্পনা করা হয়
- আপডেট সময় : ০৩:৫৬:২২ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
টিপুকে মিল্কী হত্যার চার্জশিট থেকে বাদ দেয়ায় কিছু মানুষের ক্ষোভ থেকে যায়। তার প্রতিক্রিয়ায়ই টিপুকে খুন করার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছেন রেবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, খুনের বদলে খুনের ধারণা থেকেই এই ঘটনা ঘটেছে। এটা মূলত খুনের বদলে খুন। টিপুকে হত্যার সঙ্গে জড়িত মাস্টারমাইন্ডসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে রেব। এরা হলেন ওমর ফারুক, আবু সালেহ শিকদার , নাছির উদ্দিন ও মোরশেদুল আলম।
দুপুরে রেব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, রেব জানায়, ২০১৩ সালে রাজধানীর গুলশান শপার্স ওয়ার্ল্ডের সামনে মিল্কী হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মিল্কী হত্যার সঙ্গে টিপু জড়িত ছিলেন বলে গ্রেফতাকৃতরা সন্দেহ করতেন। মিল্কী হত্যার মামলার এজহারে টিপুর নামও ছিল। কিন্তু বিচারিক কার্যক্রমে টিপুর নাম বাদ পড়ায় গ্রেফতারদের মনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপরই তারা টিপুকে হত্যার পরিকল্পনা করতে থাকে। খন্দকার আল মঈন জানায়, দীর্ঘদিন ধরে ভিকটিম ও হত্যার পরিকল্পনাকারীদের মধ্যে বিরোধ ছিল। এসব দ্বন্দ্বকে কেন্দ্র করেই টিপুকে হত্যা করা হয়।