কাতার বিশ্বকাপে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল
- আপডেট সময় : ০৯:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল।২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু কবরে মেসির দেশ। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। জি গ্রুপে ব্রাজিল পেয়েছে সুইজারল্যান্ড, সার্বিয়া আর ক্যামেরুনকে। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও স্পেন খেলবে একই গ্রুপে। রোনালদোর পর্তুগাল পেয়েছে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া আর ঘানাকে।
হায়া হায়া কিংব ব্যাটার টু গ্যাদার, উজ্জীবিত করে রাখবে কাতার বিশ্বকাপকে।
অপেক্ষার প্রহর ফুরাচ্ছে, সময় ঘনিয়ে আরও কাছে কাতার বিশ্বকাপ। শুক্রবার চূড়ান্ত হয়েছে আট গ্রপিং। জার্মান, আর্জেন্টিনা, ব্রাজিলকে নিয়ে যে শঙ্কা ছিলো তা আপতত কেটে গেছে।
আর্জেন্টিনা গ্রুপে রবার্ট লেভান্দোস্কির পোল্যান্ড ছাড়াও আছে মেক্সিকো, সৌদি আরব। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।
তুলনামুলক সহজ প্রুপে ব্রাজিলও। সুইজারল্যান্ড, সার্বিয়া, ও ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বড় কোন অঘটন না ঘটলে ফ্রান্সের নক আউট পর্ব নিশ্চিত। ডি গ্রুপে ডেনমার্ক, তিউনিসিয়া সাথে বাছাইয়ে পর্ব পেরিয়া আসা পেরু, অস্ট্রেলিয়া অথবা আরব আমিরাত কি-ই বা প্রতিরোধ গড়তে পারবে।
নানা কাঠখড় পুড়িয়ে বিশ্বকাপ নাম লেখানো রোনালদোর পর্তুগালের গ্রুপে পড়েছে উরুগুয়ে। পরের রাউন্ড নিশ্চিত করতে হলে চমক দেখাতে হতে গ্রুপের অন্য দুই দল দক্ষিণ কোরিয়া আর ঘানাকে।
যে জার্মানিকে এতো আলোচনা সেই জার্মানকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে স্পেন। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গী এশিয়ার প্রতিনিধি জামান, কোস্টারিকা অথবা নিউজিল্যান্ড, যে কোন এক দল নাম লেখাবে গ্রুপ ই’তে।
গ্রুপ এফ’র লড়াইটা জমিয়ে তুলবে বেলজিয়াম আর ক্রোয়েশিয়া। কপালে চিন্তার ভাঁজ গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ মরক্কো, কানাডার। এ’ গ্রুপে নেদারল্যান্ডস, সেনেগালের প্রতিপক্ষ স্বাগতিক কাতার, ইকুয়েডর।
এক দল পড়েছে আট গ্রুপের প্রথম ভাগে। পরের ভাগে আরেক দল। তাই কাতার বিশ্বকাপে সেমি-ফাইনালের আগে মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার।