নরসিংদীতে ৭টি দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে
- আপডেট সময় : ০৫:৩০:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ২৭০২ বার পড়া হয়েছে
নরসিংদীতে ৬টি উপজেলায় ৭টি দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হচ্ছে। ২টি মসজিদের কাজ শেষ পর্যায়ে। এ বছরের মাঝামাঝিতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে ধর্ম মন্ত্রণালয়ের প্রকল্পে নরসিংদীতে নির্মিত হচ্ছে ৭টি দৃষ্টিনন্দিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। নির্মাণ কাজ করছেন নরসিংদী গণপূর্ত বিভাগ। এর মধ্যে সদর উপজেলা ও মনোহরদী উপজেলার মডেল মসজিদের কাজ প্রায় শেষ। এছাড়া রায়পুরা, শিবপুর, পলাশ ও বেলাবোয় মডেল মসজিদের কাজ শুরু হয়েছে। তবে জায়গা ঠিক না হওয়ায় আটকে আছে জেলা মডেল মসজিদের কাজ।
উপজেলা পর্যায়ে মডেল মসজিদে থাকছে ৯’শ মানুষের নামাজের ব্যবস্থা। মহিলাদের নামাজের ব্যবস্থা, মেহমানখানা, লাইব্রেরি, মক্তব, ইসলামিক গবেষণা কেন্দ্র, মৃতদেহ গোসল ও জানাজার ব্যবস্থাসহ হজ্ব নিবন্ধনের ব্যবস্থা। জেলা মডেল মসজিদে ১২শতাধিক মানুষের নামাজের জায়গাসহ থাকছে অন্যান্য সকল সুবিধা।
স্থানীয়রা বলছেন, সরকারের এই উদ্যোগ প্রশংসার দাবীদার। এখানকার লাইব্রেরি থেকে ইসলামের সঠিক ইতিহাস জানতে পারবে তরুণ সমাজ।
গর্ণপূর্ত বিভাগ বলছেন, এবছরের জুনে মনোহরদী ও নরসিংদী সদরের মসজিদ ২টি বুঝিয়ে দেয়া হবে।
এ ধরনের প্রাতিষ্ঠানিক রূপ ইসলাম নিয়ে গবেষণার সুযোগ করে দেবে সরকার এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।