পাকিস্তানের সংসদ ভেঙে দিলেন দেশটির প্রেসিডেন্ট
- আপডেট সময় : ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
নানা নাটকীয়তার পর পাকিস্তানের সংসদ ভেঙে দিলেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী। আগামী ৯০ দিনের মধ্যে পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম খান সুরি। এরপরই প্রেসিডেন্ট আরিফ আলভীকে সংসদ ভেঙে দেয়ার পরামর্শ দেন পাক প্রধানমন্ত্রী। অনাস্থা প্রস্তাব নাকচের পর জাতির উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন ইমরান খান।
নানা জল্পনা কল্পনার পর অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক আখ্যা দিয়ে, তা খারিজ করে দেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এর পরই, পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের সুপারিশে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট ড. আরিফ আলভী। ৯০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশও দেন তিনি।
অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রতি আনুগত্য প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য। তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের করা আগের দাবিগুলোর কথা পুনর্ব্যক্ত করে বলেন, সরকারকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপের পেছনে বিদেশি ষড়যন্ত্র ছিল।
অনাস্থা প্রস্তাব নাকচ হওয়ায় ইমরান খান জাতিকে অভিনন্দন জানান। বলেন, বিদেশি ষড়যন্ত্রে সরকার পরিবর্তনের চেষ্টা প্রত্যাখ্যান করেছেন ডেপুটি স্পিকার। সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন,জনগণ যার পক্ষে রায় দেবে তাকেই সবাই মেনে নেবে। বিদেশী কারো উসকানিতে নয়।
অর্থনৈতিক দুরবস্থা ও ভুল পররাষ্ট্রনীতির অভিযোগে ইমরান খানের জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো। একপর্যায়ে গুরুত্বপূর্ণ এক শরিক বিরোধী শিবিরে যোগ দিলে জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারায় সরকার। এককভাবে জাতীয় পরিষদে ইমরান খানের পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের পিটিআই আইনপ্রণেতার সংখ্যা ১৫৫ জন। সরকার গঠনে প্রয়োজন ১৭২ জন আইনপ্রণেতার সমর্থন।
অনাস্থা ভোটকে কেন্দ্র করে সহিংসতা রুখতে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পার্লামেন্টের আশেপাশের এলাকাকে রেড জোন ঘোষণা করে ৫ জনের বেশি জমায়েতসহ যে কোন মিছিল মিটিং নিষেধ করা হয়েছে।