নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া
- আপডেট সময় : ০৮:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
অ্যালিসা হিলির ইতিহাস গড়া ইনিংসে আবারও নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে রেকর্ড- সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে অজি নারীরা। ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার দেয়া ৩৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৮৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। ম্যাচ আর সিরিজ সেরা দুটোই অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।
নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয় যেন অভ্যাস পরিণত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। ছয় শিরোপা জিতে আগেই ইতিহাস, এবার নিজেদেরই ছাড়িয়ে গেলো অজি মেয়েরা। ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়ে রেকর্ড সপ্তমবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
শিরোপা পুনরুদ্ধার আর ধরে রাখার ভিন্ন দুই সমীকরণ নিয়ে মাঠে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এমন ম্যাচে টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৫৬ রানের রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।
১৩৮ বলের ১৭০ রানের ঝড়ো ইনিংসে ক্রাইটস্টার্চ রাঙ্গিয়েছেন অ্যালিসা হিলি। রাচিল হেনেস, বেথ মানিরাও অবদান রেখেছেন বড় সংগ্রহ, ৬৮ আর ৬২ রানে।
অস্ট্রেলিয়ার ইনিংস শেষেই যেন নিশ্চিত হয়ে গিয়েছিল ম্যাচের ফল। জিততে হলে ইংল্যান্ডকে টপকাতে হবে রানের পাহাড়। ন্যাট সিভার একাই লড়ে দুর্দান্ত ইনিংস খেললেন বটে, কিন্তু যথেষ্ট ছিলো না। আক্ষেপ হয়ে থাকলো ন্যাট সিভারের অপরাজিত ১৪৮ রানের ইনিংস।
বড় জয়ে বিশ্বকাপ জয়ের আনন্দে মাতলো অস্ট্রেলিয়া। পুরো আসরে ৫০৯ রানে ব্যাট হাতে দাপট দেখানো অ্যালিসা হিলি পেয়েছেন ম্যাচ আর সিরিজ সেরার স্বীকৃতি।