রাজধানীতে মহামারী আকারে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০৯:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
রাজধানীতে মহামারী আকারে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। প্রতি ঘন্টায় এক’শ’রও বেশি রোগী ভর্তি হচ্ছে শুধু মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র… আইসিডিডিআরবিতেই। রোগীদের বেশিরভাগই বয়স্ক ও শিশু। টানা দুই সপ্তাহ ধরে চলছে এই অবস্থা। সুস্থ থাকতে বিশুদ্ধ খাবার পানি পান ও রাস্তার খোলা খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তাররা।
চৈত্রের শুরু থেকেই দেশে দাবদাহ চলছে। এর সঙ্গে বেড়ে চলেছে ডায়রিয়ার প্রকোপ। শুধু ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র… আইসিডিডিআরবিতে প্রতি ঘন্টায় এক’শ’রও বেশি নতুন রোগী ভর্তি হচ্ছে। গত কয়েক দিন ধরে একই অবস্থা চলছে।
ছোট্ট ফুটফুটে শিশুটি ডায়রিয়া আক্রান্ত হয়ে গত পাঁচ দিন ধরে কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। সন্তানের পাশে বসে আহজারি করছেন তার মা।
রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালের ওয়ার্ডে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসক-নার্সরা। রোগীদের মধ্যে শিশু ও বয়স্ক লোকের সংখ্যা বেশি।
আইসিডিডিআরবি’র এই চিকিৎসক, খোলা খাবার এড়িয়ে চলতে ও বিশুদ্ধ খাবার পানি পানের পরামর্শ দেন।
দ্রুত এই পরিস্থিতির লাগাম টানা না গেলে করোনা মহামারির মতো ডায়রিয়া রোগির সংখ্যা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।