রমজানে ২০ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে ২০ এপ্রিল পর্যন্ত। একই সঙ্গে রমজান মাসে সাপ্তাহিক ছুটিও একদিন বাড়ানো হয়েছে।
রোজায় স্কুল বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রতি সপ্তাহের শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে আজ এ তথ্য জানানো হয়। করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর মার্চের প্রথম সপ্তাহে খুলে দেয়া হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা ঘাটতি পূরণে রমজান মাসকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ২৬ এপ্রিলের পর বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। ওই আদেশ সংশোধন করে সব শিক্ষা প্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা রাখার নতুন সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।