মাদারীপুরের শিবচরে স্বামীর অস্ত্রের আঘাতে গৃহবধূ খুন
- আপডেট সময় : ০৭:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
পারিবারিক কলহের জেরে মাদারীপুরের শিবচরে স্বামীর অস্ত্রের আঘাতে খুন হয়েছেন গৃহবধূ। অন্যদিকে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে মুন্সীগঞ্জ সদরে কুপিয়ে হত্যা করা হয়েছে এক যুবককে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার রাতে গৃহকর্তা রাজ্জাক তালুকদারের সাথে স্ত্রী আয়েশার মোবাইল ফোনে কথা বলা ও পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজ্জাক ধারালো অস্ত্র দিয়ে আয়েশার পেটে ও নাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আয়েশার। খুনের পর স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।
মুন্সীগঞ্জ সদরে মিজান হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান নামের অপর এক ব্যক্তি আহত হয়েছেন। গত রাত আড়াইটার দিকে আধারা ইউনিয়নের সোমার ঢালীকান্দি এলাকায় আলুর ক্ষেত পাহারা দেয়ার সময় খুন হন মিজান। স্বজনরা জানিয়েছেন, স্থানীয় শুভ মিজির সঙ্গে বিরোধ চলছিলো তার। এরই জেরে এই হত্যাকাণ্ড।