ইংলিশ প্রিমিয়ার লিগে বড় অঘটনের শিকার আর্সেনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে বড় অঘটনের শিকার আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-০ হেরেছে গানাররা। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই ছন্নছাড়া আর্সেনাল।
যে সুযোগে ম্যাচের ১৬ মিনিটে লিড নেয় ক্রিস্টাল প্যালেস। ডেডলক ভাঙ্গেন ফিলিপে মাতেতা। ২৪ মিনিটে জর্দান আইয়ের গোলে ব্যবধান বাড়ে ক্রিস্টালের। পিছিয়ে থেকে গোল পরিশোধে মরিয়া হয়ে চেস্টা চালায় আর্সেনাল। তবে, ফিনিসিং ব্যর্থতায় গোল পায়নি গানার শিবির। উল্টো দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজম করে অতিথিরা। ৭৪ মিনিটে উইলফ্রেড জাহার গোলে বড় জয় পায় ক্রিস্টাল প্যালেস। এই হারে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আর্সেনাল। শীর্ষে থাকা ম্যান সিটির চেয়ে ১৯ পয়েন্ট কম। এদিকে, লা লিগায় এস্পানিওলকে ১-০ গোলে হারিয়েছে সোসিয়েদাদ। আর সিরি আয় বোলোগনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে এসি মিলান।