বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বন্ধ হওয়া ৬টি কূপের মধ্যে চারটিতে গ্যাস উত্তোলন পুন:রায় শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
সিলেটের নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বন্ধ হওয়া ৬টি কূপের মধ্যে চারটিতে গ্যাস উত্তোলন পুন:রায় শুরু হয়েছে।
গতকাল থেকে চারটি কূপে উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের সঙ্গে বালু উঠে আসায় ছয়টি কূপ থেকে গ্যাস উত্তোলন বন্ধ রাখা হয়। এ সমস্যার কারণে গত ৩ এপ্রিল দুপুরে হঠাৎ প্রায় ৪৫ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে গ্যাস সরবরাহে বড় সংকট দেখা দেয়। কোন কূপ থেকে বালু উঠছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। ফলে জরুরি ভিত্তিতে ছয়টি কূপের উৎপাদনই বন্ধ করা হয়। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় এই সমস্যা আরও কয়েকদিন থাকবে। বাকী আরো ২টি কূপ দ্রুত চালু করার জন্য কাজ চলছে।