নিরাপত্তা পরিষদে রাশিয়ার সদস্য পদ বাতিল চায় জেলেনস্কি
- আপডেট সময় : ০৩:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে রাশিয়াকে দেখতে চায় না ইউক্রেন। মঙ্গলবার ভার্চুয়াল দেয়া ভাষণে এই দাবি তোলেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।এদিকে, রাশিয়ার ওপর নতুন করে আবারও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
এ সময় ইরপিন-বুশা-মারিওপোল-দিমেরকা শহরগুলোয় চালানো রুশ হামলার একটি স্বল্পদৈর্ঘ্য ভিডিও দেখানো হয়। দাবি তোলেন- গণহত্যার অভিযোগে রুশ সেনাবাহিনী ও কর্মকর্তাদের বিচারের আওতায় আনার। যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যেনো আটকে দিতে না পারে সেজন্য নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা থেকে রাশিয়াকে সরাতে হবে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, বুধবার নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রাশিয়ায় সব ধরনের বিনিয়োগ নিষিদ্ধ থাকছে। মস্কোর বিরুদ্ধে ওয়াশিংটনের এমন কঠোর নিষেধাজ্ঞার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি ক্রেমলিনকে। এবার ইউক্রেনকে ট্যাংক বা ভারী সাঁজোয়া যানবিধ্বংসী জ্যাভলিন ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা জানাল যুক্তরাষ্ট্র।