জয় দিয়ে পাকিস্তান সফর শেষ করেছে অস্ট্রেলিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
জয় দিয়ে পাকিস্তান সফর শেষ করেছে অস্ট্রেলিয়া। একমাত্র টি-টুয়েন্টিতে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়েছে অজিরা। পাকিস্তানের দেয়া ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ বল হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া।
লাহোর স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করেতে নামে পাকিস্তান। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে স্বাগতিকরা। সর্বোচ্চ ৬৬ রান করে অধিনায়ক বাবর আজম। এছাড়া খুশদিল শাহ ২৪ ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ২৩ রান। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস নেন ৪ উইকেট। জবাবে
ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান। পরে অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৫৫ রানর ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এছাড়া ট্রাভিস হেড করেন ২৬ রান। সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে জিতেছে অস্ট্রেলিয়া আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান।