দ্বিতীয় টেস্টের ভেন্যু পোর্ট এলিজাবেথে অনুশীলনে বাংলাদেশ দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্টের ভেন্যু পোর্ট এলিজাবেথে অনুশীলনে বাংলাদেশ। ডারবান থেকে গতকাল পোর্ট এলিজাবেথে পৌঁছানোর পর আজ প্রথমবার অনুশীলনে নামে মমিনুলের দল।
সিরিজের প্রথম টেস্টে হেরে কিছুটা চাপে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে পোর্ট এলিজাবেথে খেলবে টাইগাররা। এশিয়ার ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই মাঠে দুটি করে টেস্ট খেলেছে। বাংলাদেশ এবারই প্রথম সেই মাঠে নামতে যাচ্ছে। অনুশীলনে বেশ মনোযোগী ক্রিকেটাররা। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন বিভাগেই কাজ করেছে মমিনুলের দল। প্রথম টেস্টে হারলেও এই ম্যাচে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় টাইগাররা। ৮ এপ্রিল শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট।