চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল
- আপডেট সময় : ০৮:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ঘরের মাঠে স্প্যানিশ প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। আর বেনফিকার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে অলরেডরা।
এ যেন এক অন্য লিভারপুল। কি প্রিমিয়ার লিগ কি চ্যাম্পিয়ন, সব খানে অলরেডদের জয়জয়কার। লিসবন জয় করে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ লিভারপুল এবার অপেক্ষায় অ্যানফিল্ড মহারণের। নিজেদের সপ্তম শিরোপা জয়ের পথে এগিয়ে চলেছে অলরেডস।
প্রত্যাশিতভাবেই ম্যাচের সব আলো ছিল ক্লপ শীষ্যদের ওপর। যার শুরুটা ইব্রাহিমা কোনাতেকে দিয়ে। অ্যান্ড্রু রবার্টসনের কর্নার থেকে হেডে বল জালে জড়ান স্কটিশ ডিফেন্ডার।
প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুন করেন সাদিও মানে। লুইস দিয়াজের ড্রাইভিং হেডের পূর্নতা দেন সেনেগাল তারকা। তবে ধূসর মোহাম্মেদ সালাহ, পুরো ম্যাচে যেন নিজেকে হারিয়ে খুজছেন।
দ্বিতীয়ার্ধে স্বাগতিক শিবিরে স্বস্তি আনেন দারউইন নুনেজ। লিভারপুল ডিফেন্ডার কোনাতের ভুল কাজে লাগান প্রতিপক্ষ ফরোয়ার্ড।
তবে, বেনফিকা আর পারেনি সমতায় ফিরতে। বরং শেষ বাঁশির আগে লুইস দিয়াজের গোলে সেমিতে এক পা দিয়ে রাখলো লিভারপুল।
এদিকে ইতিহাদে রক্ষণের দেয়াল তৈরি করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। যদিও শেষ পর্যন্ত ম্যান সিটিকে আটকাতে পারেনি স্প্যানিশ প্রতিপক্ষরা। ১ গোলের লিড নিয়ে ওয়ান্টা মেট্রোপলিটানোয় ফিরতি লেগে নামবে ম্যানচেস্টার সিটি।
ম্যাচের শুরু থেকেই চেনা কৌশলে দু’দল, রক্ষকণাত্মক। যেখানে ডেডলক ভাঙতে ৭০ মিনিট পর্যন্ত অপেক্ষা। রিয়াদ মাহরেজের বদলি নামা ফিল ফডেনের পাসে স্কোরশিটে নাম তোলেন কেভিন ডি ব্রইনা।