ভালুকায় ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হন আরও চারজন।
দুপুরে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ধলিয়া সড়কের রাংচাপড়ায় এ দুর্ঘটনা ঘটে। ভালুকা থানার ওসি কামাল হোসেন জানান, ট্রাকটি দ্রুত গতিতে ধলিয়া সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।পরে আহত একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
মাদারীপুরে দু’টি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হন ৪ জন। সকালে সদর উপজেলার মাদ্রায় এ দুর্ঘটনা ঘটে।