রাজধানীতে গেল দু’সপ্তাহ ধরে কোনভাবেই কমানো যাচ্ছে না ডায়রিয়া রোগীর সংখ্যা
- আপডেট সময় : ০৭:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
গেল দু’সপ্তাহ ধরে কোনভাবেই কমানো যাচ্ছে না ডায়রিয়া রোগীর সংখ্যা। প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। ঢাকার মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালে পর্যাপ্ত বেডের অভাবে বাইরে তাঁবু টানিয়ে রাখতে হচ্ছে রোগীদের। ২৪ ঘণ্টায় এই হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে প্রায় ৮’শ’। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসক বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান, সিনিয়র চিকিৎসক ডা. মোস্তাক পারভেজ।
গেল তিন মাসে ডায়রিয়ায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে গত তিন দিনে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১হাজারেরও বেশী। যার বেশীরভাগ রোগীই যাত্রাবাড়ি, মুগদা, মোহাম্মদপুর, মিরপুর ও উত্তরা এলাকার।
ওয়াসার দূষিত পানি ব্যবহারের মাধ্যমে সংক্রামণ ছড়িয়ে পড়ছে বলে জানান অধিকাংশ আক্রান্ত রোগীরা।
ওয়াসার কর্তৃপক্ষকে এ ব্যপারের অবহিত করার পরও প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ার অভিযোগ ভুক্তভোগীদের ।
কর্তব্যরত চিকিৎসক জানান গ্রীষ্মকাল আসলেই বেড়ে যায় ডায়রিয়ার প্রকোপ। তবে এ বছর আক্রন্তের হার আগের চেয়ে বেশী।